Aug
18
2013
By Muhammad Julfiquer
Welcome to Uttara Medical Institute (UMI)

উত্তরা মেডিকেল ইন্সটিটিউট -এর পক্ষ থেকে জানাই সালাম ও আন্তরিক অভিনন্দন।প্রিয় পাঠক বৃন্দ। সমাজে বলা হয়ে থাকে বাংলাদেশের বিপুল জনসংখ্যা নাকি দেশের জন্য অভিশাপ, নাউযুবিল্লাহ। এ কথাটা আমরা মানতে রাজি নই। কারন মহান আল্লাহ্ তা‘আলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত (মানুষ) অভিশাপ হতে পারে না। আমাদের যে বিপুল জনসংখ্যা আছে তাদেরকে পরিকল্পিত ভাবে প্রশিক্ষিত করতে পারলে আমাদের এই জনসংখ্যাই হবে দেশের জন্য এক বিরাট জন সম্পদ। দেশ গড়ার লক্ষে আমাদের প্রিয় “জাতীয় কবি নজরুল ইসলাম” তাঁর ‘অগ্রপথিক’ কবিতায় আজকের তরুনদের নতুন সুন্দর অপচিকিৎসাহীন পৃথিবী গঠনের লক্ষে বলেছেন-
…………………..….“কোথায় মানিক ভাইরা আমার, সাজরে সাজ
………………. আর বিলম্ব সাজে না, চালাও কুচকাওয়াজ”
মূল আর্থে – তরুন সমাজকে নতুন সুন্দর শোষনহীন পৃথিবী গঠনের উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন। এই পৃথিবীতে মেহনতি মানুষ কায়েমী স্বার্থবাদীদের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে অজ্ঞতা ও অদক্ষতার কারনে লক্ষ কোটি মানুষ আজ চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার। তাই অকালে ঝড়ে যাচ্ছে অনেক প্রাণ, এই অপচিকিৎসা রোধ করার লক্ষে বাংলাদেশ সরকার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স এর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহনের সর্বপরি নানাবিধ মেডিকেল টেকনোলজির পথ উন্মোচন করেছেন। আর এই পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশের ভীতকে শক্ত করার লক্ষে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে হলেও বাংলাদেশের জনসংখ্যাকে জন সম্পদে রূপান্তরিত করার জন্য প্রতিষ্ঠিত করেছি উত্তরা মেডিকেল ইন্সটিটিউট। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান শাখায় সঠিক রোগ নির্ণয় ও নিরূপনের জন্য প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশে রয়েছে চাকুরীর অবারিত সুযোগ। একজন মেডিকেল টেকনোলজিস্ট নিজেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত রাখার মাধ্যমে সম্মান জনক চাকুরীর সুযোগ পেয়ে থাকেন। এস এস সি/দাখিল ও সমমান পাশের পর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে যে কেউ নিজেকে এই মহান স্বাস্থ্য সেবা পেশায় নিয়োজিত করতে পারেন। দেশের আগামী প্রজন্মকে উত্তরা মেডিকেল ইন্সটিটিউট এর মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করাই আমাদের ল্যক্ষ ও উদ্দেশ্য।
Categories: All Post